পিএসজিতে মেসির গোল অভিষেক, জিতল দলও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪০ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:২২

‘নতুন জার্সি’ তিন ম্যাচের পুরোনো হলেও গোল উদযাপনের উপলক্ষ্যটা পাননি লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারকে অবশ্য হতাশ করেছিল গোলবারও। মাঝে হাঁটুর চোটে মাঠের বাইরে ছিলেন দুই ম্যাচ। শঙ্কা ছিল ম্যান সিটির বিপক্ষে খেলা নিয়েও! তবে বড় মঞ্চে শঙ্কা ও জমে থাকা সব প্রশ্নের উত্তর দিলেন মেসি। সাবেক গুরু পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি দেখল নতুন জার্সিতে মেসির উল্লাস। দলও জিতল ২-০ গোল ব্যবধানে।

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে বড় জয় পাওয়ার আগে অবশ্য পিএসজির দুঃস্বপ্নের নাম-ই ছিলো ম্যানচেস্টার সিটি! ইংলিশ ক্লাবটির বিপক্ষে ছয় বারের দেখায় প্রথম জয় পেলো ফরাসি জায়ান্টরা। ম্যাচের শুরুতে ইদ্রিসা গানা দলকে এগিয়ে নেওয়ার পর তুলির শেষ আঁচড় হিসেবে দাগ টানেন মেসি। তাতেই অপেক্ষা ফুরাল মেসির, আক্ষেপ ঘুচল পিএসজির।

এর আগে পিএসজির হয়ে তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাননি সাবেক বার্সা সুপারস্টার। প্রশ্ন উঠেছিল, মেসি-নেইমার-এমবাপ্পের ফুটবলের আক্রমণ ত্রয়ী রুপ নিয়েও, কবে দেখা যাবে তাদের ‘ভয়ংকর’ আক্রমণ; কবেই বা গোল করবেন মেসি? -সব প্রশ্নের উত্তর মিলিয়ে গেল ৭৪ মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে মেসির গোলে।

সফরকারী ম্যান সিটি অবশ্য এমন হারে ভাগ্যকেও দুষতে পারে। ম্যাচে বল দখলের লড়াইয়ে সিটিই ছিল এগিয়ে। পুরো ম্যাচে ১৬টি শট নিয়েছেন সিটির ফুটবলাররা। তার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে, কিন্তু গোল হয়নি একটাও। অপর দিকে পিএসজি শট নিতে পেরেছে ছয়টি, যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি; জালে বল জড়িয়েছে দুটিতেই।

পিএসজি ম্যাচে প্রথম আক্রমণে ওঠে অষ্টম মিনিটে। আশরাফ হাকিমির পাস ধরে ব্যাকহিল করেছিলেন এমবাপ্পে, নেইমার পা লাগাতে ব্যর্থ হলেও ভুল করলেন না ইদ্রিসা গানা। অবশ্য ২৬ মিনিটে সমতায় ফেরাতে পারতো ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিং কিন্তু বাধা হয়েছিল ক্রসবার। ৩৮ মিনিটে সুযোগ মিস করেন পিএসজির আন্দের এরারেরা। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসি-নেইমাররা।

দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল সিটির আধিপত্য। ৫৪ মিনিটে ডি ব্রুইনার দুর্দান্ত এক শট ফিরিয়ে দেন পিএসজি গোলরক্ষক। অবশ্য আক্রমণের ধার বাড়ানো সিটির ফাঁকেই পাল্টা আক্রমণে যায় পিএসজি। বল পেয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে যায় মেসি। পাস দেন এমবাপ্পেকে। তবে দুরন্ত এক ব্যাকহিলে মেসিকে আবার সেই পাস ফেরত পাঠান এমবাপ্পে। বাঁ পায়ের দুর্দান্ত প্লেসিংয়ে মেসি পরাস্ত করলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এদেরসনকে। এরপর অবশ্য আরো কয়েকবার আক্রমণে উঠেছিল গার্দিওলার শীষ্যরা তবে কাজের কাজ ঠিকঠাক হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে পোর্তোর বিপক্ষে অবশ্য গোল বন্যায় ভেসেছে লিভার পুল। ৫-১ গোল ব্যবধানে হারিয়েছেন মানে-সালাহরা। গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক এসি মিলান ২-১ ব্যবধানে হেরেছে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসই গড়েছে শেরিফ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত