মিউনিখে জোসেপ বোরেলের সঙ্গে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

‘পাশ্চাত্য রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দ্রুততম সময়ের মধ্যে চুক্তি সম্ভব’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৪ |  আপডেট  : ২৯ নভেম্বর ২০২৪, ১৬:১০

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ গিতে জার্মানি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে আলোচনা চলছে তা ছিল এই দুই শীর্ষ কূনীতিকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।তবে তারা ঠিক কি কথা বলেছেন তা এখনও জানা জায়নি।

এর আগে গত সপ্তাহেও বোরেলের সঙ্গে আব্দুল্লাহিয়ান টেলিফোনে কথা বলেছিলেন। ওই আলাপ শেষে তিনি এক টুইটার বার্তায় বলেছিলেন, ইরান ভিয়েনা সংলাপে ছাড় দিয়েছে এবং এখন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে একইরকম ব্যবহার আশা করছে। তিনি পাশ্চাত্যকে এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে শুক্রবার মিউনিখে পৌঁছান।তিনি গত দুদিনে কাতার, হল্যান্ড, বেলজিয়াম, ভারত, সুইডেন, ইতালি, জার্মানি, আর্মেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠন করেন।

এছাড়া তিনি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া এক বক্তব্যে বলেন, প্রতিপক্ষ একটি ভালো চুক্তিতে পৌঁছার লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনায় একটি চুক্তি সম্ভব।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত বছরের এপ্রিল থেকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত