'পাশে আছি' জেলেনস্কিকে বললেন ঋষি সুনাক, হুঁশিয়ারি রাশিয়ার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১০:৫৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:২৪
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ঋষি সুনাক প্রথম ফোনকল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জলেনস্কিকে। তিনি বলেছেন, ‘অটল সমর্থন নিয়ে ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।’ বার্তা সংস্থা এএফপি আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো বিদেশি নেতার সঙ্গে এটিই তাঁর প্রথম ফোনকল।
ঋষি সুনাকের একজন মুখপাত্র বলেছেন, ইউক্রেনের প্রধানমন্ত্রীকে ঋষি সুনাক বলেছেন, তাঁর দেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে। জেলেনস্কি নিঃসন্দেহে ব্রিটিশ সরকারের অটুট সংহতি ও সমর্থন পাবেন। সংহতির ক্ষেত্রে তাঁর সরকার ব্রিটেনের ওপর ভরসা রাখতে পারে।
অন্যদিকে, রাশিয়াও ব্রিটেনের নতুন সরকারের বিষয়ে নিজেদের বিবৃতি দিয়েছে। তাঁরা জানিয়েছে যে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কোনও আশা নেই। ঋষি সুনক প্রধানমন্ত্রী হওয়ার পর রাশিয়া বলেছিল যে তার মেয়াদে রাশিয়া ব্রিটেনের সঙ্গে সম্পর্কের উন্নতি আশা করার কোনও কারণ দেখছে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ঋষি সুনকের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া অদূর ভবিষ্যতে ব্রিটেনের সঙ্গে আরও গঠনমূলক সম্পর্কের জন্য কোনও ‘পূর্বশর্ত, ভিত্তি অথবা আশা’ দেখছে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের রাজা চার্লসের আমন্ত্রণে তাঁর বাসভবন বাকিংহাম প্যালেসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি। রাজা চার্লস ঋষি সুনাককে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন।
৪২ বছরের ঋষি সুনাক বিগত ২০০ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যক্তি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। তাঁর আগে লিজ ট্রাস মাত্র ৪৩ বছর বয়সে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন।
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মন্ত্রীদের পদত্যাগের হিড়িক পড়েছে। পুরোনো মন্ত্রিসভার মন্ত্রীদের মধ্যে সবার আগে পদত্যাগ করেছেন বাণিজ্যমন্ত্রী জ্যাকব রিস-মগ। মগের পদত্যাগের পরপরই পদত্যাগ করেছেন বিচারমন্ত্রী ব্র্যান্ডন লুইস। এ ছাড়া আরও পদত্যাগ করেছেন ওয়েলসবিষয়ক মন্ত্রী ব্র্যান্ডন লেভিস, শিক্ষামন্ত্রী কিট ম্যালথাস, পরিবেশমন্ত্রী রনিল জয়াবর্ধনেসহ আরও অনেকে।
মন্ত্রিসভার পাশাপাশি পার্লামেন্টেও দেখা গেছে পদত্যাগের হিড়িক। হাউস অব কমন্সের চিফ হুইপের পদ ত্যাগ করেছেন ওয়েন্ডি মরটন।
এদিকে গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। সম্প্রতি জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার অঞ্চল তাঁরা পুনর্দখল করেছেন। এই যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনের পাশে আছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ঋষি সুনাক। তিনি বলেছেন, মহামারি করোনার পর বিশ্ব অর্থনীতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছেন পুতিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত