পারমাণবিক আলোচনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের ‘বিষাক্ত’ আচরণ দায়ী : রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১২:১৩ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৩:০৪

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক ‘নিউ স্টার্ট’ চুক্তির আওতায় পরিদর্শন সংক্রান্ত আলোচনা বাতিল করে দেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। আর এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বিষাক্ত’ আচরণকে দায়ী করেছে মস্কো।

গতকাল মঙ্গলবার রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে পরমাণু বিষয়ক আলোচনা বাতিল করে দেয়া ছাড়া মস্কোর সামনে অন্য কোনো পথ ছিল না।

মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, আলোচনায় রাশিয়া পরস্পরের পরমাণু স্থাপনা পরিদর্শন আবার শুরু করার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায়। 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে থাকতে চায়, কিন্তু আমেরিকান অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেসব পরমাণু অস্ত্র আছে সেগুলো পরিদর্শনের অধিকার থেকে রাশিয়াকে বঞ্চিত করেছে।

রিয়াবকভ বলেন, আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করলেও তা শোনার বিন্দুমাত্র আগ্রহ ওয়াশিংটন দেখায়নি। কাজেই অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আলোচনা বন্ধ করে দেয়া ছাড়া আমাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ‘কৌশলগত স্থিতিশীলতা’ নিয়ে কথা বলতে চেয়েছি কিন্তু যুক্তরাষ্ট্র  তাতে আগ্রহ দেখায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করে দেয়ার আরেকটি কারণ হিসেবে রিয়াবকভ ইউক্রেন পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা জারি করেছে তা দুই দেশের মধ্যকার পরিস্থিতি বদলে দিয়েছে।

২০১১ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিজেদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত করার লক্ষ্যে ‘স্টার্ট’ চুক্তি সই করে। এরপর থেকে প্রতি বছর দু’দেশের কর্মকর্তারা ওই চুক্তি বাস্তবায়নের খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন। চলতি বছরের আলোচনা ২৯ নভেম্বর থেকে মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রিয়াবকভের বক্তব্যে মনে হচ্ছে চলতি বছরের আলোচনা আর অনুষ্ঠিত হবে না।

সূত্র : রয়টার্স

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত