পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াবে উত্তর কোরিয়া: কিম জং-উন
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫০ | আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২০:১১
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, তাঁর দেশ এখন পারমাণবিক অস্ত্রের সংখ্যা দ্রুতগতিতে বাড়াতে চায়। এ জন্য তাঁরা একটি পারমাণবিক শক্তি নির্মাণনীতি বাস্তবায়ন করছেন।
আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এ কথা বলেছে।
কেসিএনএর খবরে বলা হয়, গত সোমবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণ দেন কিম জং-উন।
কেসিএনএর তথ্য অনুযায়ী, ভাষণে কিম জং-উন বলেছেন, উত্তর কোরিয়াকে আরও সর্বতোভাবে তার পারমাণবিক সক্ষমতা প্রস্তুত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার অধিকার নিশ্চিত করার জন্য যেকোনো সময় এটি সঠিকভাবে ব্যবহার করার প্রস্তুতি নিতে হবে।
উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের সৃষ্ট বিভিন্ন হুমকি মোকাবিলার জন্য তাঁর দেশের একটি শক্তিশালী সামরিক উপস্থিতি প্রয়োজন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত