পাঠ্য পুস্তকে বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবীতে বাগেরহাটে মানববন্ধন

  স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ |  আপডেট  : ১২ নভেম্বর ২০২৪, ১৭:১১

বাগেরহাটে জাতীয় শিক্ষাক্রম-২০২৩ এর পাঠ্যপুস্তকে থাকা বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় সকর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট সদর উপজেলার সভাপতি মুফতি তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি বিএম মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ লাবিব হাসান, প্রশিক্ষন সম্পাদক মহিবুল্লাহ ছাত্র নেতা এইচ এম হোসাইন আহমাদ, মুহাম্মদ উল্লাহ প্রমূখ।

বক্তারা বলেন, শিক্ষাক্রম প্রণয়নে জাতির বিবেকরা যখন চৌর্যবৃত্তির আশ্রয় নেয় তখন তা জাতির জন্য লজ্জার। ভবিষ্যৎ প্রজন্মের স্বকীয়তা নষ্ট করতে এবং আগামীর প্রজন্মকে নৈতিকতা বিবর্জিত জাতিতে পরিনত করার গভীর ষড়যন্ত্র নিয়ে শিক্ষা সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান ছাত্রনেত্রীবৃন্দ। একই দাবিতে একই দিনে মোংলা, শরণখোলাসহ বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত