পাটজাত মোড়ক ব্যবহার না করায় নন্দীগ্রামে মেসার্স আকবর অটো রাইস মিলে জরিমানা 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ জুলাই ২০২৪, ১৯:৫১ |  আপডেট  : ৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৪

পাটজাত মোড়ক ব্যবহার না করায় বগুড়ার নন্দীগ্রামে মেসার্স আকবর অটো রাইস মিলে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুনদহ মৌজায় অবস্থিত (রুপিহার) মেসার্স আকবর অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়কে চাল মোড়কজাতকরণের অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মেসার্স আকবর অটো রাইস মিলের জেনারেল ম্যানেজার আরিফুর রহমান (৩০)কে ২০ হাজার টাকা জরিমানা করেন। আরিফুর রহমান বগুড়া শহরের রাজাবাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে। 

এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ বিষয়ে তিনি বলেন, মেসার্স আকবর অটো রাইস মিলের জেনারেল ম্যানেজার আরিফুর রহমানকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপরেও যদি আইন অমান্য করে তাহলে আবারও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নন্দীগ্রাম থানা পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত