পাচার হওয়া অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক-অযৌক্তিক: সিপিডি

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০২২, ১৬:০০ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮

যারা ব্যাংক ঋণ নিয়ে, দুর্নীতি করে অন্যায়ভাবে অর্থ নিয়ে গেছে, তাদের আবার সুযোগ-সুবিধা দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। এটা চরমভাবে অনৈতিক ও অযৌক্তিক। আমরা বলছি, এ থেকে আসলে কোনো অর্থ আসবে না। 

শুক্রবার (১০ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট ২০২২-২৩ নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি)-এর পর্যালোচনা অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৯ জুন) নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে ৭ শতাংশ কর দিয়েই এসব অর্থ বৈধ করার সুযোগ দেওয়ার কথা জানান। তবে এই উদ্যোগের ফলে বিদেশ থেকে কোনো টাকাই ফেরত আসবে না বলে জানিয়েছে গবেষণা।

তিনি বলেন, পাচার করা অর্থ জরিমানা দিয়ে দেশে  আনা, নৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অযৌক্তিক। এই ঘোষণা ভবিষ্যতে অর্থপাচার বাড়াবে।

পর্যালোচনা সভায় জানােনা হয়, বাজেটে সৃজনশীলতা দরকার ছিল।পদক্ষেপ সুনির্দিষ্ট নেই। চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন হবে। সামাজিক নিরাপত্তায় মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত