পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, প্রাণহানি ২০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ১১:০১ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ১১:৫৭

পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে  আহত হয়েছেন আরও ৩০০ জন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে এ ভূমিকম্পের ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা জানিয়েছেন, বেলুচিস্তানে ভোরে শক্তিশালী ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০০ জন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রদেশটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত