পশ্চিমবঙ্গে তৃণমূলের ছয় তারকার জয়
প্রকাশ: ৫ জুন ২০২৪, ১৬:১৮ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:০৬
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে, ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এ নির্বাচনে পশ্চিমবঙ্গের ২৯টি আসনে এবার একাধিক তারকা প্রার্থী অংশ নিয়েছিলেন।
পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্র থেকে জয়ী হয়ে হ্যাটট্রিক করলেন টালিউড অভিনেতা দেব অর্থ্যাৎ দীপক অধিকারী। বিজেপি সমর্থিত আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে হারিয়েছেন তৃণমূলের প্রতীকে নির্বাচন করা এই তারকা।
ফলাফলে দেখা গেছে, দেব ভোট পেয়েছেন ৮ লক্ষ ৩৭ হাজার ৯৯০টি। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় পেয়েছেন ৬ লক্ষ ৫৫ হাজার ১২২টি ভোট। অর্থাৎ দেব জিতেছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে।
হুগলিতে জয়ী হলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ৫ লক্ষ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজেপি-র লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের হাসি হাসলেন রচনা।
পশ্চিমবঙ্গের যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ। এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হয়েছেন সৃজন ভট্টাচার্য ও অনির্বাণ গঙ্গোপাধ্যায়।
এদিকে মেদিনীপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। মঙ্গলবার ভোটের গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির হেভিওয়েট প্রার্থী অগ্নিমিত্রা পাল কিছুটা এগিয়ে।
অনেকে মনে করেছিল, হয়ত এ যাত্রায় মেদিনীপুর থেকে গেল বিজেপির। কিন্তু শেষ পর্যন্ত জুন মালিয়ার কাছে হারতে হয় অগ্নিমিত্রাকে। ৩২ হাজারের বেশি ভোটে বিজেপিকে হারালেন তৃণমূলের জুন মালিয়া।
অন্যদিকে বীরভূমে বিপুল ভোটের ব্যবধানে জিতে লোকসভার টিকিট পেয়েছেন শতাব্দী রায়। প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে জিতেছেন এ অভিনেত্রী।
বহরমপুরের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে এবার চমকে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক তারকা ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। অন্যদিকে আসানসোল থেকে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত