পরীর গায়ে হাত তোলেন রাজ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭
এ চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে সোমবার (১৮ সেপ্টেম্বর) ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী।
এ বিষয়ে বিস্তারিত জানতে রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। রাজের সঙ্গে ডিভোর্সের কারণ হিসেবে বেশ কয়েকটি অভিযোগ এনেছেন পরীমণি। এসব অভিযোগের মধ্যে রয়েছে, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ-খবর না নেওয়া, মানসিক অশান্তির কথা উল্লেখ করেছেন পরীমণি।
নাম প্রকাশ না করার শর্তে রাজ-পরীমণির এক ঘনিষ্ঠ নির্মাতা বলেছেন, রাজ-পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে তারা কয়েজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুজনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল-পরীমণি। প্রেমের সাতদিনের মাথায় ২০২১ সালে ১৭ অক্টোবর মালা বদল করেন দুজন। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা হয়। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা। গত বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে রাজ্য।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত