পরিস্থিতি স্বাভাবিক হলেই ডিসেম্বরে সমাপনী পরীক্ষা
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৪ | আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১৩:০৪
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী নভেম্বর মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পরীক্ষা হলেও তা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে বলে জানান তিনি।
আজ সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শ্রেণিপাঠদান শুরু হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরের প্রাথমিকের সমাপনী হবে কি সে বিষয়ে সাংবাদিকদের জানানোর জন্য সংবাদ সম্মেলনে আসেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এসময় প্রাথমিকের বর্ষিক পরীক্ষাগুলো হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সময় বলে দেবে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রাথমিকের বার্ষিক পরীক্ষাগুলোও হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত