পরিস্থিতির উন্নতি না হলে ১ জুলাই থেকে ঢাবিতে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ মে ২০২১, ১৯:৫২ |  আপডেট  : ২৯ মার্চ ২০২৪, ০৫:৪৯

মহামারি করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী ১ জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি৷ এক্ষেত্রে ঢাবির আবাসিক হলগুলো বন্ধই থাকবে৷

বুধবার বিকালে উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ঢাবি ডিনস কমিটির ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল৷

করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম৷ এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এ এস এম মাকসুদ কামাল সাংবাদিকদের বলেন, করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেয়া শুরু হবে৷ অনলাইন পরীক্ষার গ্রহণযোগ্যতা ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, তা সুনির্দিষ্ট করতে অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের একটি কৌশলপত্র তৈরির দায়িত্ব দেয়া হয়েছে৷ দুই সপ্তাহের মধ্যে এই কৌশলপত্র জমা দিতে বলা হয়েছে তাদের৷

ঢাবির সহ-উপাচার্য (শিক্ষা) জানান, অনলাইন পরীক্ষার দায়িত্ব পালনের ব্যাপারে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে৷ ডিনস কমিটির এসব সিদ্ধান্ত শিগগির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় অনুমোদন করা হবে৷

এদিকে এক বছরের বেশি সময় পর আগামী ১৭ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল খুলে দেয়ার কথা ছিল। তবে সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত না করা পর্যন্ত হল ও বিশ্ববিদ্যালয় খুলবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত