পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২১, ১৬:১৮ |  আপডেট  : ৯ মে ২০২৪, ০২:৩১

আসন্ন রমজান উপলক্ষ্যে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ১৩ মার্চ ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়।

এর পর আজ রোববার গণমাধ্যমে পাঠায় ইসলামিক ফাউন্ডেশন।  চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস আগামী ১৪ বা ১৫ এপ্রিল শুরু হওয়ার কথা। 

সময়সূচি অনুযায়ী, ১৪ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত