পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি

  মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ১৫:০০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২৩:১১

মেহেরপুরে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। আজ রবিবার সকাল দশটার দিকে গাংনী দারুচ্ছুন্নাত মোখতারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভযাত্রায় অংশ গ্রহণকারীরা কলেমার দাওয়াত ও জাতীয় পতাকা প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সুপার হাফেজ মাওঃ নাজমুল হক, সহকারি শিক্ষক মাওঃ রুহুল আমিন, মাদ্রাসা ছাত্রবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশ্ব নবীর জীবনের উপর আলোচনা ও দো’আ মোনাজাত করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত