পদ্মা নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ এক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১৯:৩৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২০:৩৬
পদ্মা সেতুর ৩ নম্বর খুঁটির নিচে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) নামক এক বাদ্যকর নিখোঁজ রয়েছেন। ২২ আগস্ট বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পদ্মার চরে ঘাস কেটে ফেরত আসার সময় পদ্মায় তীব্র স্রোতে ঘাস ভর্তি ট্রলারটি ডুবে যায়। এ সময় নিখোঁজ লক্ষ্মণের সঙ্গে আরও ৪ জন ছিলেন। পরে এক জেলের সহযোগিতায় বাকি চারজন মন্নাফ সৈয়ল, ইসমাঈল শেখ, ইউসুফ হাওলাদার ও ট্রলার চালক মোকসান প্রাণে বেঁচে যায়।
লৌহজং ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাসুদেব জানান, "দুপুরে ট্রলারটি ডুবলেও ফায়ার সার্ভিসকে জানানো হয় বিকাল ৫টায়। পদ্মায় প্রবল স্রোত থাকায় যেহেতু ট্রলার ও নিখোঁজ ব্যক্তি ভেসে গিয়েছে তাই ডুবুরি টিমকে পদ্মায় নামানো হয়নি।"
নিখোঁজ লক্ষ্মণ চন্দ্র দাস (৬০) উপজেলার কনকসার ইউনিয়ন দক্ষিণ সিংহেরহাটি গ্রামের শুকুমার চন্দ্র দাসের পুত্র। তিনি পেশায় একজন বাদ্যকর। বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি ও ঢোল বাজিয়ে থাকেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত