পদ্মায় স্পিডবোট ডুবিঃ সকল যাত্রী উদ্ধার
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ১৮:০৩ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১২:০৮
মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১১ যাত্রী নিয়ে ডুবে গেছে একটি স্পিডবোট। শিমুলিয়া থেকে ছেড়ে বাংলাবাজার ঘাটে যাওয়ার সময় পদ্মাসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। যদিও তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় বেঁচে ফিরেছেন সব যাত্রী। আজ শনিবার সকাল ৯টার দিকে এমন ঘটনা ঘটলেও ঈদযাত্রায় কোনো প্রভাব পড়েনি। ঘাটে উপস্থিত যাত্রীরা নাড়ির টানে বাড়ির পানে নদী পাড়ি দিচ্ছেন স্পিডবোটে। চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় উলটে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেনৌকা ও নৌপুলিশের টিম যাত্রীদের উদ্ধারে নামে। সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি নৌপুলিশের।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছালে স্পিডবোটটির তলা ফুটো হয়ে যায়। ফলে ডুবে যায় বোট। এতে ১১ যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ‘বাবু’ নামের ওই স্পিডবোটটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিল। এর চালক ছিলেন মো. উজ্জ্বল।
চরজানাজাত নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে, সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে; কোনো হতাহত ও নিখোঁজ নেই।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত