খোঁজ মেলেনি রিফাতের

পদ্মায় নিখোঁজ কলেজছাত্র সাইম উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১১:০৩ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই কলেজছাত্রের মধ্যে একজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল। রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টায় নগরীর শ্রীরামপুর এলাকার ঘটনাস্থল থেকে ৫০ গজ পূর্ব দিকে শিক্ষার্থী গোলাম সারওয়ার সাইমের (১৭) মরদেহ ভেসে ওঠে।

সাইম রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকার সাঈদুর রহমানের ছেলে। রাজশাহী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে সাইমের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় মাঝিরা দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস নৌ-পুলিশ, স্থানীয় থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি ফায়ার সার্ভিসের  অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

রাজশাহী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর মো. শারিয়ার জানান, এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, শনিবার (১০ জুন) সকাল ১১টায় রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে সাইম ও রিফাত খন্দকার (১৭) নিখোঁজ হন। রিফাত নগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা খাজা মইনুদ্দিনের ছেলে। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখন পর্যন্ত সাইমকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আর রিফাত নিখোঁজ রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত