পণ্য পরিবহন শ্রমিক-মালিকদের কর্মবিরতি প্রত্যাহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫০ |  আপডেট  : ১৯ মে ২০২৪, ১৯:৪৮

১৫ দফা দাবিতে ডাকা চলমান কর্মবিরতি (ধর্মঘট) প্রত্যাহার করেছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন। 

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকের পর পরিষদের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। তাদের দাবিগুলোর মধ্যে যেগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য সেগুলো দ্রুত সমাধান করা হবে। বাকি দাবিগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।'

বিষয়টি নিশ্চিত করেছেন কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি মুকবুল আহমদ ও ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির। 

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, ১৫ দফা দাবিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয় ওই দুই সংগঠনের নেতারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত