পঞ্চগড়-১ আসনে মুক্তা ও পঞ্চগড়-২ আসনে সুজন নির্বাচিত 

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ১১:৪২ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১২:২১

পঞ্চগড়ের দুটি আসনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা। এর মধ্যে পঞ্চগড়-১  আসনে (পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা প্রথমবারেরমত ও পঞ্চগড়-২ আসনে ( বোদা ও দেবীগঞ্জ) রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। রবিবার রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জহুরুল ইসলাম।

পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত সম্রাট ট্রাক প্রতীকে নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।

এছাড়া এই আসনের বাকী ৪ প্রার্থী বিএসপির আব্দুল ওয়াদুদ বাদশা একতারা প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মশিউর রহমান বাবুল আম প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৯৯ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মজিদ ছড়ি প্রতিকে পেয়েছেন ৭৪৩ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯২৩ জন। এই আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৯২ হাজার ৫৭৯াট ভোট। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৪৬ টি। ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৬৩৩ টি। ভোট প্রদানের হার ৪৪ দশমিক ০৮ শতাংশ।

পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী ও আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম সুজন নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।

এছাড়া বাকী ২জন প্রার্থীর মধ্যে তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৪২০ ভোট ও বিএসপির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতিকে পেয়েছেন  ৪ হাজার ৪৭০ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪০ টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০ টি। ভোট প্রদানের হার ৫৩ দশমিক ১৫ শতাংশ।

এর আগে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দুইটি আসনের মোট ২৮৭ কেন্দ্রে বিরামহীনভাবে ভোটগ্রহণ চলে। জেলা জুড়ে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত