পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ কালে ১৩ বাংলাদেশী আটক

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১৮:০৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও বোদা উপজেলা সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই দিনে ১৩ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে বৃহস্পতিবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাপদিগছ এলাকায় শুকানি বিজিবি বিওপির সদস্যরা নয় জনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে স্বর্নালঙ্কার, নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি। এর আগে বুধবার (২৮ আগষ্ট) রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্তে একই অভিযোগে চার জনকে আটক করা হয়।

বিজিবি ও সীমান্ত এলাকার বিভিন্ন সূত্র জানায়, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের গোলাপদিগছ গ্রামের চোরাকারবারি সাইদুল ওরফে হনুর সহযোগিতায় নয় বাংলাদেশী নাগরিক ভারতে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। খবর পেয়ে শুকানী সীমান্তের ৭৩৯ নং মেইন পিলারে ৪ নং সাব পিলার সংলগ্ন এলাকা থেকে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতরা হলেন, দিনাজপুরের খানসামা বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতী দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস ( ১০), পরিমল দাস (২৮) এবং সাইদুল ওরফে হনু (৪৪)। বৃহষ্পতিবার দুপুরে বিজিবি আটককৃতদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করেন।

এর আগে বুধবার রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্তের বিপরীতে ভারতীয় ১৫ বিএফএস ব্যাটালিয়ের আওতাধীন মহাদেব বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চার বাংলাদেশী নাগরিককে আটক করে। আটকরা হলেন, ঠাকুরগাঁওয়ের কাউতাঠি এলাকার নিমাই চন্দ্র বর্মন (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া গ্রামের সনাতন রায় (২৮), দেবীগঞ্জ উপজেলার কালপীর গ্রামের পরিতোষ রায় (২১) এবং নীলফামারী সদরের ডুবাছড়ি গ্রামের মালিন চন্দ্র রায়। বৃহস্পতিবার সকালে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক, গোলাপদিগছ স্থানীয়রা জানান, সাইদুল ওরফে হনু একজন চিহ্নিত চোরকারবারি। দুই পরিবারের আটজন বাংলাদেশী নাগরিককে ভারতে পাচারে সহায়তা করছিলেন সাইদুল। খবর পেয়ে বিজিবি হনুর বাড়ি থেকে সাইদুলসহ আটজন নারী, পুরুষ ও শিশুকে আটক করে।

নীলফামারী আওতায় ৫৬ বিজিবির শুকানী সীমান্ত ফাঁড়ির ল্যান্স নায়েক সওকত হোসেন বলেন, আটক আটজন শুকানী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। গোলপাদিগছ এলাকায় অবস্থান নেওয়ার সময় তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সুজয় কুমার রায় বলেন, বৃহষ্পতিবার ভোরে বিজিবি কর্তৃক আটক ৮ জন বাংলাদেশী নাগরিককে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে থানায় হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনী প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ পদক্ষেপ গ্রহন হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত