পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে ভ্যানিটি ব্যাগ সহ টাকা ও মোবাইল চুরি
প্রকাশ: ১৩ মে ২০২৪, ১৯:০৬ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে এক রোগীর মোবাইল ফোন সহ নগদ টাকা চুরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের। রবিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২য় তলায় ইসিজি করার সময় রুমের ভিতরে এ ঘটনা ঘটে।এরপর ১৩ এপ্রিল সকালে সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজ চেক করার জন্য গেলে জানা যায়, রুমের বাহিরের ক্যামেরা টি নষ্ট। তবে বারান্দার ফুটেজে শনাক্ত করা যায়নি।লামিয়া জিন্নাতুন নামের ওই মহিলা পঞ্চগড় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । ওই মহিলার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের আরাজি কৃষ্ণনগর । তার বাবার নাম আলম হোসেন।লামিয়া জিনাতুন জানান, আমি আমার ছোট বোনের ইসিজি করার জন্য ৭ হাজার টাকা, সামস্যাং মোবাইল ফোন ভ্যানিটি ব্যাগের ভিতর রেখে ইসিজি করার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ২য় তলায় যাই। সেখানে গিয়ে আমার ভ্যানিটি ব্যাগ ও ভ্যানিটি ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোন রেখে ইসিজি করি। ইসিজি করা শেষ হলে ফিরে দেখি আমার মোবাইল ফোন সহ ৭ হাজার টাকা এবং আমার ভ্যানিটি ব্যাগ নেই।
নগদ টাকা ও সামস্যাং ব্র্যান্ডের মোবাইল চুরি হওয়ায় আমি আমার ইসিজি করার টাকা দিতে পারেনি। টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ হারানোর পরে অনেক খোঁজাখুঁজি করার পরও পাইনি। তবে বিষয়টি নিয়ে কর্তব্যরতদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন প্রকার সহযোগিতা করেননি।পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস আই এম রাজিউল করিম বলেন, আমরা প্রতিনিয়ত মাইকিং করি, রোগীদের মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল নিজ দায়িত্বে রাখবেন। তারপরও যদি কারো মোবাইল, টাকা পয়সা, ব্যাগ হারিয়ে যায় তাহলে কিভাবে তা উদ্ধার করা সম্ভব।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত