পঞ্চগড়ে ৯ মাস বয়সী লাবিবের হৃদপিণ্ড ফুটো বাবা ভ্যানচালক দিশেহারা
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১৮:১৮ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের বাসিন্দা আইনুল ইসলাম। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার একমাত্র ৯ মাস বয়সীশিশুপুত্র মোঃ লাবিব ইসলাম জন্ম থেকে হৃদপিন্ডে ফুটো রোগে আক্রান্ত।
গরীব আইনুলের ভিটেমাটির তিন শতক জমি ছাড়া আর কিছু নেই। সেখানেই তার বাবা-মা সহ একসাথে থাকেন। তবে লাবিবের চিকিৎসার সবকিছুই করছেন তার দাদা আমিরুল ইসলাম। লাবিব বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার মোঃ তারিকুল ইসলামের অধীনে চিকিৎসাধীন রয়েছে। আমিরুল ইসলাম বলেন, নাতীর হৃদপিন্ডে ফুটো রোগের অপারেশন করাতে প্রায় সাড়ে তিন ল¶ টাকার প্রয়োজন। আমি স্থানীয় বিভিন্ন হাটবাজারে ০৫-১০ টাকা করে বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ১৪০০০ টাকা জোগাড় করেছি এবং একটি বেসরকারি সংস্থায় নাতির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার ঋণ নেওয়ার জন্য ফরম পূরণও করেছি। তবে ঋণ নিলে কিস্তি কিভাবে চালাব তা নিয়েও চিন্তায় আছি। তারপরও নাতির চিকিৎসার জন্য বাকি টাকা জোগাড় করতে পারছি না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। যেন নাতির চিকিৎসা করাতে পারেন। লাবিবের দাদা আমিরুল ইসলামের মোবাইল নম্বর (নগদ)০১৭৯ ২৯৫১ ৯১৩।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত