পঞ্চগড়ে ১৫ হাজার টাকা বেতনভুক্ত কার্য্যসহকারী কোটিপতি!
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬ | আপডেট : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৩২
পঞ্চগড়ে একজন কার্য্য সহকারী আবু হানিফ, সাত বছরে কোটিপতি হয়েছেন। তিনি সদর উপজেলায় একটি সরকারী দপ্তরে বর্তমান কর্মরত। এখন তিনি ১৫ হাজার টাকা বেতন পান। অথচ তিনি কোটি টাকার জমিসহ ছয় তলা ভিত্তি দিয়ে দুই তলা ভবনের নির্মাণ কাজ শেষ করেছেন ।
তিনি হলেন আবু হানিফ বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের কৃষক মুনির উদ্দিনের বড় ছেলে ।দূর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের কার্য্য সহকারী পদে চাকুরিতে যোগদান করেন ২০১৬ সালের ১৬ অক্টোবর। পঞ্চগড় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে বর্তমান কর্মরত। বর্তমান আবু হানিফের বেতন ১৫ হাজার ৬৬০ টাকা। এর আগে ছিল ১৪ হাজার টাকা।থাকেন জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় ভাড়া বাড়িতে। ভাড়া বাবদ যায় এক হাজার টাকা।
প্রতি সপ্তাহে তার নিজ জেলা ঠাকুরগাঁও যাতাযাত, বাড়ি ভাড়া বাদ দিয়ে থাকে ৯ হাজার টাকা। এই টাকায় দুই সন্তান, স্ত্রী, পিতা-মাতাসহ তিনি সারা মাস কিভাবে কাটান, তা এক অপার রহস্য। এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রম পাড়া এলাকায় বহুতল ভবন করার ঘটনায়। তা নিয়ে এখন আলোচনা চলছে উপজেলাসহ সব মহলে।
জানা যাচ্ছে,ঘুষ-বাণিজ্য,প্রকল্পের অর্থ আত্মসাত অবৈধ আয়ের মূল উৎস তার। আশ্রম পাড়া এলাকায় বাড়ি নির্মাণ করছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ৬ তলা ফাউন্ডেশন দিয়ে করা বাড়িটির নির্মাণকাজ শেষ করতে আড়াই কোটি টাকার মতো ব্যয় হবে। এ পর্যন্ত যে কাজ হয়েছে, তাতে প্রায় এক কোটি টাকা খরচ হয়েছে।
স্থানীয়রা জানান, এ এলাকায় প্রতি শতক জমির বর্তমান বাজারমূল্য ১৮-২২ লাখ টাকা। সে হিসাবে হানিফের সাড়ে চার শতক জমির দাম বর্তমানে প্রায় এক কোটি টাকা। সরেজমিনে ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রম পাড়া এলাকায় আবু হানিফের বাড়িটি দুই তলার কাজ শেষ হয়ে তৃতীয় তলার কাজ শুরু করেছেন। নীচতলায় রাখা হয়েছে গ্যারেজের জায়গা। এছাড়াও বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গান্ডিকারী বাজারে জমি কিনে বহুতল ভবনের ভিত্তি দিয়ে পিলার পর্যন্ত তুলেছেন। গ্রামের বাড়িটিও বেশ পরিপাটি। স্ত্রী শারমিন আক্তারের নামে করা হয়েছে এলজিইডির ঠিকাদারী লাইসেন্স ও। পঞ্চগড় ও বালিয়াডাঙ্গীতে রয়েছে ডাচবাংলা,পুবালী ব্যাংক সহ কয়েকটি হিসাব।
এ বিষয়ে আবু হানিফ বলেন ,আমার জমি আছে, ভাই চাকরী করেন। তাছাড়া আমি কি’ উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বাইরে কিছু করার নাই। কৃষিতে আমি লাখ লাখ টাকা পাই। 'আমি ফকিন্নির (ফকির) বাচ্চা না।'
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত