পঞ্চগড়ে সড়ক নির্মাণে গাফিলতিতে পুরনায় কাজ করার নির্দেশ

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৩ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সড়ক নির্মাণে ঠিকাদারীর গাফিলতিতে পুরনায় কাজ করার নির্দেশ প্রদান। গন্যমাধ্যমকর্মী ও স্থানীয়দের নজরে আসলে এমন ঘটনা ঘটেছে এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তত্বাবধানে অতি সম্প্রতি কাজটি শেষ করে ঠিকাদার। আর আই ডি আর-২ এর আওতায় প্রায় কোটি টাকা ব্যায়ে কাজটি শুরু হয়। উপজেলার চেংঠিহাজরা ডাঙ্গা ইউনিয়নের বাগদহ শিমুলতলী সড়কের দুই কিলোমিটারের বেশি সড়কটি লেআউট করার পর এফ ডাব্লিউ পিএম করে ঠিকাদার।

এরপর অনিয়ম করতে নানা টালবাহানা শুরু করতে থাকে এলাকাবাসি। তখন ঠিকাদার কিছুদিন কাজ বন্ধ রাখার পর আবার কাজ শুরু করে। শুরু হয় কার্পেটিংয়ের কাজ। স্থানীয় মানুষের বাঁধা দেওয়ার পর ঠিকাদার তা উপেক্ষা করেই সড়কটির কাজ সম্পন্ন করে।পরে স্থানীয় জনগন সড়কটি গর্ত করে দেখেনও।

ওই এলাকার বাসিন্দা ইব্রাহিম বলেন বিটুমিন কম দেওয়ার কারণে সড়কটির কাজের মান খারাপ হয়েছে। এখন দেখেন সড়কটি উঠে যাচ্ছে। আরফান আলী বলেন ‘ বলেছিলাম তখন ঠিকাদার বলেন ‘এ কাজে আমার দশ লাখ টাকা খরচ হয়েছে। কি করবেন সবাই খাই খাই হয়ে গেছে। সেখানকার গন্যমান্যব্যক্তি হারুন উর রশিদ বলেন ‘কাজ খারাপ হওয়ায় বিল নিতে পারেন নি ঠিকাদার। আপনারা গিয়ে সড়কটি দেখেন কাজ একবারে খারাপ হয়েছে।

এ বিষয়ে ঠিাকাদার গোলাম রসুলের মুঠো ফোনে একাধিকবার কল দিলে তিনি তা রিসিভ করেন নি। পঞ্চগড়ের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর দপ্তরের সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন সৌরভ বলেন‘কাজ রেকটিফাই (সংশোধনী) করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে‘এজন্য অলরেডি ১২ ড্রাম বিটুমিন সেখানে আনার নির্দেশ দেওয়া হয়েছে‘ গিয়ে দেখেন এখন বিটুমিন সেখানে আছে।

দেবীগঞ্জ উপজেলা প্রকৌশলী শাহরিয়ার শাকিল বলেন ‘শুনলাম বিটুমিন আজ আনার কথা। কাজ না করলে বিল করা ও দেওয়া হবে না। নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন ‘অভিযোগ পেলাম বিষয়টি অবশ্যাই দেখবো'। কোন ছাড় নাই।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত