মরপিটের শিকার প্রধান শিক্ষক হাসপাতালে

পঞ্চগড়ে স্কুলে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৭:৫২

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। এদিকে মারপিটের শিকার প্রধান শিক্ষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে বুধবার(১৩ ডিসেম্বর) দুপুরের দিকে। এঘটনায় আহত হয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান মিয়া। এঘটনার পর আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ইউপিও) লুৎফুল কবীর পরীক্ষা না নেওয়ার ঘোষনা দিলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে এই নিয়োগ নিয়ে ১২/১২/২৩ ইং পঞ্চগড় জেলা প্রশাসক ও আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ দিয়েছেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সদস্য আবুল হোসেন। একই দিন একটি পৃথক অভিযোগ দিয়েছেন এলাকাবাসি।অভিযোগ মতে জানা যায়, রসেয়া দিনমাড়া উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক একজন, পরিছন্নতাকর্মী একজন ও একজন আয়া পদে নিয়োগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।ওই নিয়োগ
কার্যক্রমে সমঝোতা না হওয়ায় প্রধান শিক্ষক আকতারুজ্জামান মিয়া দীর্ঘদিন এক বছর নিয়োগ বন্ধ রাখেন।

এরপর সভাপতি তার ভাতিজা আল মামুন অফিস সহায়ক প্রধান শিক্ষক তার নিকট আত্নীয় ফিরোজা আক্তার আয়াপদে ও তাদের মনপূত প্রার্থী যতিন চন্দ্র বর্মণকে নিয়োগ দিবে মর্মে পঞ্চাশ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। কমিটির সদস্য আবুল হোসেন জানান গত ১৭/১১/২৩ ইং ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক ও সভাপতি প্রকাশ্যে বলেন ওই তিনজনকে নিয়োগ নাি দলে পূনরায় নিয়োগ বন্ধ করে দেওয়া হবে।

সরজমিনে গেলে মনোয়ার বেগম অভিযোগ করে বলেন ‘ আমার স্বামী এই স্কুলে চাকরী করতো। তিনি মারা গেছেন প্রায় ২০০৬ সালে। আমাকে আর আমার সন্তানকে চাকরি দিবে মর্মে প্রধান শিক্ষক তিন লাখ টাকা নেন। অথচ আমার ছেলে পাবনায় থাকেন একদিন আগে নিয়োগ পরীক্ষার চিঠি পাই। 

এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমান বলেন ‘ নিয়োগে কোন টাকা নেওয়া হয়নি। পরীক্ষায় যে টিকবে তাকে চাকরি দেওয়া হবে। তবে যাদের চাকরি হবে তাদের কাছে খরচ ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু টাকা নিতে হবে। আমি সকাল বেলা নিয়োগ হবে বলে বাড়ি থেকে বের হই তখন রাস্তায় শুনি স্যারকে মারপিট করা হয়েছে‘আমি অমনি সরাসরি আটোয়ারী হাসপাতালে আসি। মিটিং এ কোন সিদ্ধান্ত হয়নি যে ওই তিনজনকে নিয়োগ দেওয়া
হবে’ ।সভাপতি খলিলুর রহমান বলেন ‘ আবুল ও তার অপর দুই ভাই প্রধান শিক্ষক স্যারকে রাস্তায় মারপিট করেন শুনেছি। ঘটনার সময় আমি স্কুলের ভিতরে ছিলাম। পরে প্রধান শিক্ষককে মারপিটের খবর পেয়ে সেখানে যাই ‘ তাকে আটোয়ারী হাসপাতালে ভর্তি করি ‘লোকে অনেক কিছু বলবে।

এ সময় হাসপাতালে ভর্তিরত প্রধান শিক্ষক বলেন ‘উপজেলা ড্রাউভার আবুল হোসেন আমার মোবাইল ছিনিয়ে নেয়। সে আমাকে বলে আমার নামে কেস দিবে মেরে ফেলবো’।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বলেন ‘ আবুল তো আমার গাড়ি চালায় ‘ সে অফিসেই ছিল। কাল(মঙ্গলবার) আমার অফিসে এলাকার লোকজন অভিযোগ দিয়ে যায়। এরপর আমি ইউএনও টিপিওকে বলেছিলাম উত্তেজনা কমুক তারপর নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসক ডা. শাফায়েত লস্কর বলেন ‘ প্রধান শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত