পঞ্চগড়ে সাম্প্রতিকালে শিক্ষার্থী ও পুলিশের নিহতের ঘটনায় গায়েবানা জানাযা
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১৯:১৯ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬
পঞ্চগড়ে সাম্প্রতিকালে কোটা আন্দোলনে নিহতের ঘটনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্ররবার (৯আগষ্ট) জুম্মার নামাজ শেষে পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স, পঞ্চগড় ড্রিল শেডে সারাদেশে নিহত পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, সাধারণ জনগণসহ সকল শহীদদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। গায়েবানা জানাজা নামাজে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা, পিপিএম-বার, সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা সহ পঞ্চগড় জেলার সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত