পঞ্চগড়ে সাফজয়ী ইয়ারজানকে সংবর্ধনা দিলে এমপি নাঈমুজ্জামান ভূইঁয়া মুক্তা

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ১৯:৪৮ |  আপডেট  : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২১

সাফজয়ী নারী গোলরক্ষক ইয়ারজান বেগমকে সংবর্ধনা দিয়েছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা। সোমবার বিকেলে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাড়িভাষা উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য ইয়ারজান বেগমের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বলেন, ইয়ারজান পঞ্চগড় তথা দেশবাসীকে গর্বিত করেছেন। ইয়ারজানের মত আগামি দিনে ইয়ারজানের মত অনেক মেধাবি ফুটবলার পঞ্চগড় থেকে দেশের ফুটবলে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। এর আগে সাংসদ নাঈমুজ্জামান ভূইয়া ইয়ারজান বেগমের বাড়িতে গিয়ে ভবিষ্যতে ইয়ারজানের পাশে থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।

ইয়ারজান বেগমের নিজ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ফুলের মালা পরিয়ে দেন। সেই সাথে ইয়ারজানের কোচ ও টুকু ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা টুকু রেহমানকেও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সংবর্ধনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার অনুষ্ঠিত হয়। প্রসংগ ১০ ই মার্চ নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপ অনুর্ধ-১৬ এর ফাইনাল খেলায় ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ইয়ারজান গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত