পঞ্চগড়ে সাইকেল নিয়ে সড়কে উঠতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেলো তিথির   

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৪, ১৯:০৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:১১

পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় তিথি রানী (১২) নামে এক স্কুল ছাত্রীর নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় পঞ্চগড়-রুহিয়া সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামে। সে ওই গ্রামের পরেশ চন্দ্র বর্মনের মেয়ে। সে গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীতে পড়তো। আটোয়ারী উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের সদস্য জয়নাল হোসেন জানান, তিথি রানী সাইকেল যোগে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে পার্শ্ব কাঁচা রাস্তা থেকে পঞ্চগড়-রুহিয়া সড়কে উঠছিল তিথি। এসময় আটোয়ারী থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিথি। ঘটনার পরেই পঞ্চগড় গামী একটি থ্রি হুইলার তিথির বুকের উপর দিয়ে চলে যায়। এতে করে মাথা ও বুকে গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তিথির। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত ডা. রহিমুল ইসলাম তিথিকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মুসা জানান, সড়ক দূর্ঘটনায় তিথি রানী নামে শিশু মৃত্যুর খবর পেয়েছি। তবে তাকে দূর্ঘটনার পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া নেওয়া হবে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত