পঞ্চগড়ে সাংবাদিক বাবুর ইন্তেকাল

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১৮:১০ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০১:১৩

পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিডি নিউজ ও দিগন্ত টিভির পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগ ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি পঞ্চগড় পৌরসভার নিউ মার্কেট এলাকার মৃত. আব্দুল হালিমের ৩য় পুত্র। বৃহস্পতিবার বাদ মাগরিব পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানের মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তার মরদেহ দাফন করা হয়। সাংবাদিকতা জীবনে তিনি কালের কণ্ঠ, যায়যায়দিন, খোলাকাগজ, আজকের পত্রিকা, বিডি নিউজে কাজ করেছেন। দিগন্ত টিভির শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি পঞ্চগড় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পঞ্চগড় চিত্র নামের একটি সাপ্তাাহিক পত্রিকার সম্পাদক ছিলেন তিনি। তার মৃত্যুতে পঞ্চগড়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত