পঞ্চগড়ে  সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি আটক ৭

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১০:২১ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ১৫:৫২

পঞ্চগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ও বদলি হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে তিন নারী পরীক্ষার্থীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আককৃতরা হলেন, বোদা পৌরসভার নগরকুমারী এলাকার ফারুক আহমেদের স্ত্রী রাবেয়া সুলতানা (২৯), একই উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের তাসের পাড়া এলাকার মোজাহার ইসলামের স্ত্রী মাসুমা বেগম মনিরা (২৪) ও লক্ষিপাড়া এলাকার আনন্দ রায়ের ছেলে ভাস্কর রায় (৩২), সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের খালপাড়া এলাকার শুকুর আলীর ছেলে নুরুজ্জামান (৫৫) একই উপজেলার সাতমেড়া ইউনিয়নের নুনিয়াপাড়া এলাকার আতাউর রহমানের স্ত্রী উম্মে সুবাহ সাদিয়া (২৭), দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের আদর্শপাড়া এলাকার ফজলুল ইসলামের ছেলে কবির হোসেন (৩০) এবং আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল বলেন, আমরা একযোগে ২৪টি কেন্দ্রে পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এরপরও আটক ৭ জনের মধ্যে ৫ জন কানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ১ জন মোবাইল ব্যবহার ও ১ জন বদলি হিসেবে পরীক্ষা দিতে চেষ্টা করেন।
 জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের সতর্ক করার পরেও কয়েকজন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করছিলেন। আমরা পরীক্ষার শুরুতেই তাদের আটক করতে সক্ষম হই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পর তাদের আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হবে।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত