পঞ্চগড়ে সময় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১৯:০০ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ০৪:১৩
পঞ্চগড়ে বেসরকারি টিভি চ্যানেল সময় এর ১৩ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন ৩০১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম।
এসময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারের সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় পঞ্চগড়ের শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, প্রবীণ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক এ হোসেন রায়হান, সিনিয়র সাংবাদিক সামসুদ্দিন কালাম চৌদুরী, সময় টিভির সাংবাদিক সোহাগ হায়দার, সাংবাদিক রফিকুল ইসলাম, সাবিবুর রহমান সাবিব, বজলুর রহমান, শেখ সম্রাট, সাইদুজ্জামান রেজা সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত