দফায় দফায় ডিমের দাম বেড়ে এখন ৪৫ টাকা হালিতে থেমে আছে
পঞ্চগড়ে সবজির বাজার উর্ধ্বমূখি
প্রকাশ: ২ জুলাই ২০২৪, ১৯:৪৬ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯
বাজারে গিয়ে ধরাশয়ি হচ্ছেন মধ্য ও নি¤œবিত্তরা। আলু বেগুন, পেয়াঁজ, মরিচ রসুন, আদা, পটল, ঢেঁড়ষ সহ সব ধরনের শাক সবজির দাম নাগালের বাইরে চলে গেছে। এদিকে দফায় দফায় বেড়ে ডিমের প্রতি দাম এখনো ৪৫ টাকায় থেমে আছে। সবজির দামে মধ্য ও নি¤œবিত্তরা অসহায় হয়ে পড়েছে। কদিন ধরে ডিমের বাজার অস্থির হয়ে ওঠে। প্রতি হালি ডিমের দাম ওঠে ৫৪ টাকায়। তবে সোমবার বাজারে গিয়ে দেখা যায় বর্তমানে ডিমের হালি ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া পেঁয়াজের দাম এখনো নাগালে নেই ক্রেতাদের। মানভেদে এককেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা থেকে ৯০ টাকা। বেড়েছে পটল আলু ঢেঁড়ষ সহ সব সবজির দাম। কদিন আগে যেখানে প্রতিকেজি ঢেড়ঁষ বিক্রি হয়েছে ৩০ টাকা মঙ্গলবার বাজারে গিয়ে দেখা গেছে সেই ঢেঁড়ষ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। কাডিনাল আলুর দাম বাড়তে বাড়তে এখন ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি আলু ৭০ টাকা কেজি।
এছাড়া আদা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। রসুন মানভেদে ২০০ থেকে ২৪০ টাকা কেজি। কাচাঁমরিচ ২০০ টাকা থেকে কমে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা। ২০ টাকার পেঁেপ এখনও ৫০ টাকা কেজি।
সদর উপজেলার তেলিপাড়ার শ্রমিক কাজল জানায় বৃষ্টি হচ্ছে কাজ কমা কম। যদিও কাজ করি ৫০০ থেকে ৫৫০ টাকা হাজিরা পাই তাতে সংসার চালানো কঠিন। চালের দামও বেশি সবজির দাম তো সবাই জানেন। আমরা এখন খুব অসহায়। কাকে বলবো এ কথা। সবজি ব্যবসায়িরা জানান আমরা বেশি দামে কিনি তাই বেশি দামে বিক্রি করি। আমরা মানুষের কাছে এ বিষয়ে কৈফিয়ত দিতে দিতে কাহিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত