পঞ্চগড়ে শেখবাঁধা রেয়াজিয়া মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে মানববন্ধন

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩১ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মানববন্ধন হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ পৌর বিজয়চত্বর সংলগ্ন দেবীগঞ্জ-নীলফামারী জাতীয় মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করেন শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন।  

এই সময় বক্তারা মাদ্রাসাকে অনিয়ম দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করার অভিযোগ তোলেন সুপারিন্টেনডেন্ট সাইফুল ইসলামের বিরুদ্ধে।মানববন্ধনে বক্তারা বলেন, শেখবাধাঁ রেয়াজিয়া দাখিল মাদ্রাসা অনিয়ম দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে। বর্তমান সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলাম দায়িত্ব প্রাপ্তির পর থেকে মাদ্রাসাকে টাকা আয়ের প্রধান ক্ষেত্রে বানিয়েছেন। মাদ্রাসার নামে থাকা ৭২ বিঘা জমির আয়-ব্যয়ের কোন হিসেব তিনি দিতে পারেননি কখনো। ১৫ বিঘা জমি কাউকে না জানিয়ে বন্ধক রেখেছেন। কোন নিয়মের তোয়াক্কা না করে সাবেক ম্যানেজিং কমিটির সভাপতিদের নিয়ে একের পর এক অনিয়ম করে গেছেন। লাইব্রেরী, সায়েন্স ল্যাবরেটরিসহ বিভিন্ন খাতে মাদ্রাসায় বরাদ্দ আসলেও সেই টাকা কোথায় যায় তার কোন হদিস পাওয়া যায় নি। নিয়োগ বাণিজ্যেও সিদ্ধহস্তের অভিযোগ করেন।মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শ্লোগান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যায়। সেখানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তুরাব হোসেনের নিকট লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তুরাব হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি।এর আগে গত ২৭ আগস্ট ১৫ দফা দাবি পূরণের লক্ষ্যে সুপারিন্টেন্ডেন্টের সাথে দেখা করেন শিক্ষার্থীরা। সমস্যা সমাধানে সাত দিন সময় নিলেও সুপারিন্টেন্ডেন্ট কোন পদক্ষেপই গ্রহণ করেননি। পরে শিক্ষার্থীরা প্রথমে ক্লাস বর্জন করেন এবং পরে মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়ে কর্মসূচী অব্যাহত রাখেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত