পঞ্চগড়ে শিশু ডায়রিয়া ও শ্বাকষ্টের প্রকোপ বৃদ্ধি ভর্তি ১৬৪ জন    

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৮:৪৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৫:৩০

প্রচন্ড শীতের কারনে পঞ্চগড়ে শিশু ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ঘনকুয়াশা ও মৃদু শৈত্র প্রবাহে বেড়ে যাওয়ায় এ অঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. মো. মোস্তফা জামান চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ২৯। তবে এর মধ্যে গত ৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা ১৫৩  ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে ১১।

এদিকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে বেডে জায়গা না পেয়ে শিশুদের নিয়ে মা বাবারা বারান্দা ও হাসপাতালের অভ্যন্তরীন ফ্লোরে বিছানা বিছিয়ে শিশুদের চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানান, ডায়রিয়া নিয়ে ভয়ের কিছু নাই্ দুই চারদিন চিকিৎসা নিলে সমস্যা থাকবেনা। তবে এমন শীতে শিশুদের বাড়ির বাইরে নেওয়া যাবেনা ঠান্ডা লাগানো থেকে বিরত থাকতে হবে।
 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত