পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৭:১৭ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩
পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন করা হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৮ নভেম্বর)বিকালে সদর উপজেলার তালমা নদীর পার্ক চত্তরে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।
সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এস এম সিরাজুল ইসলাম,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন,কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান,হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমূখ।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাশী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
সৌন্দর্য বর্ধন কাজের উদ্ধোধন শেষে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্ধোধন করেন তিনি।পরে শহীদ সাগর যুব কল্যাণ সংঘের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভায় অংশ নিবেন তালমা রিভারভিউ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত