পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬ | আপডেট : ২ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ৬ থেকে ৮ এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ও মাঝারি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।তবে গত মঙ্গলবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। হিম শীতল বাতাসের পর সন্ধ্যার থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। রাতভর টিপিটিপ বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। বেশি শীতের কারণে রাতে বিশেষ কাজ ছাড়া কেউ কেউ বাড়ির বাইরে যায়নি।
দেশের হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। কনকনে শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। সময়মত কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। বিপাকে যানবাহন চালকেরাও। দিনের বেলাতেও তাদের হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে। শীতে খড়ঁকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন
আবহাওয়া অফিস জানায়, বুধবার ভোর থেকেও ঘন কুয়াশায় ঢেঁকে ছিল গোটা এলাকা। সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু সকাল ৯টায় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ভোর থেকেই ঘন কুয়াশা আর বাতাসের কারণে স্থবিরতা দেখা দেয় জনজীবনে।
তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ এর মধ্যে থাকলে এবং তা কমপক্ষে ৭২ ঘণ্টা স্থায়ী হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়।এদিকে সকাল আটটার পর সূর্যের দেখা মিললেও শীতের দাপট কমেনি। আবহওয়া অফিস আরো জানায এ অবস্থা দুই তিনদিন থাকতে পারে। কারন হিসেবে তারা জানান, জানুয়ারি মাসে শীত বেশি।
এদিকে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান সরকারিভাবে ২৫ হাজার শীতবস্ত্র পাওয়া গেছে বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও বেসরকারি ভাবে প্রায় ৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সরকারিভাবে আরো শীতবস্ত্রের চাহিদা দেওয়া হয়েছে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত