পঞ্চগড়ে মেয়েদের ফুটবল প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৯ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০০:৪৫
”চল ফুটবল খেলি” শ্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় বুধবার থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার নাজিরপাড়া কমিউনিটি মাঠে শুরু হয়েছে জেলা ভিত্তিক পাঁচ দিনব্যাপী মেয়েদের ফুটবল প্রশিক্ষণ।
পঞ্চগড় জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার,পাথরাজ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল ইসলাম বক্তব্য দেন।এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বি ডিপোমাধারী কোচ মোফাজ্জল হোসেন বিপুল এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।প গড় জেলার অনুর্ধ ১৫ বছরের ৩০ জন বালিকা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত ১৫ জনের একটি দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পাবে বেল জানায় আয়োজকরা।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত