পঞ্চগড়ে ভোট বর্জনে বিএনপি’র লিফলেট বিতরণ
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩
পঞ্চগড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করতে প্রচারণা শুরু করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ নিয়ে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সদস্য ইউনুস আলী শেখ, আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।লিফলেট এ বিএনপি নেতারা ৭ জানুয়ারির ভোট বর্জন, ভোট গ্রহণে কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকা, সরকারের সকল প্রকার ট্যা·, খাজনা, ইউটিলিটি বিলসহ প্রদেয় স্থগিত রাখা, ব্যাংকে লেনদেন বর্জন করা, মিথ্যে ও রাজনৈতিক মামলার আসামীরা আদালতে হাজিরা দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান।
ফরহাদ হোসেন আজাদ বলেন, এই নির্বাচন তামাশার নির্বাচন। তাই বর্জন করার জন্যই আমরা অসহযোগ আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, এই সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান করতে হবে
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত