পঞ্চগড়ে ভোটের মাঠে বিজিবির ডগ স্কোয়াড টহল দিচ্ছে ১৩ প্লাটুন বিজিবি
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০১:৪৩
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা সহ ডগ স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন। মোতায়েনের পর থেকেই প্রতিদিন বিজিবি সদস্যরা জেলা উপজেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। তবে ডগ স্কোয়াড নিযয়ে টহল শুরু হয় বুধবার সকাল থেকে।
বিজিবি সূত্র জানায়, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নির্বাচনকালীন ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে দুইটি প্রশিক্ষিত কুকুরের স্কোয়াড নিয়ে নারী সদস্যসহ বিজিবির সদস্যদের পঞ্চগড় রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে টহল দিতে দেখা গেছে। তারা প্রতিদিন টহলরত অবস্থায় বিভিন্ন নির্বাচনী এলাকা পরিদর্শন করেছেন। এর ধারাবাহিকতায় বিজিবি সদস্যদের বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশের এলাকাতেও টহল দিতে দেখা গেছে। এছাড়া পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে বেইজ ক্যাম্প স্থাপনপূর্বক ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোট দানের জন্য ভোটারা যাতে নির্বিঘেœ ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য পুরুষ বিজিবি সদস্যের পাশাপাশি নারী সদস্যের টহল রাখা হয়েছে।
এছাড়া প্রশিক্ষিত ও দক্ষ ডগ স্কোয়াড দিয়ে গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানায় বিজিবি। পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল যুবায়েদ হাসান জানান, জেলার বিভিন্ন সীমানাত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচনকালীন অর্পিত দায়িত্বও পালন করছি। বিজিবির নারী সদস্যসহ সাধারণ ফোর্সের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ প্রশিক্ষিত ডগ স্কোয়াডও নির্বাচনকালীন মাঠে রয়েছে। আসন্ন নির্বাচনে ভোটারদের ভোট প্রদান নির্বিঘ্ধসঢ়;ন করতে এবং কোন ধরণের নাশকতামূলক অপপ্রচার চেষ্টা ঠেকাতে আমাদের এই কার্যক্রম চলমান রয়েছ।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত