পঞ্চগড়ে বছরের সর্বনিম্ন তাপমাত্রা কমেছে গরম
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১৬:৩৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬
হিমালয়ের পাশে অবস্থিত উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমেছে। গত কদিন ধরে গরম শীতের প্রকোপ থাকলেও তীব্রতা বাড়বে এমনটা আভাস পাওয়া যাচ্ছে। চলতি মাসে আরো কমে আসবে তাপমাত্রা।
তাপমাত্রা কমে দিনের আলোয় কিছুটা গরম অনূভুত হলেও রবিবার(১৭ নভেম্বর) পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের তথ্য মতে সর্বনিন্ম তাপমাত্রার পারদ নেমে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে আসে।তবে এর আগে এ মৌসুমে তাপমাত্রা ২০ ও ২২ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছিল। তবে ১৬ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।তার আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।বছরের শুরুতে কার্ত্তিকের শীতের আগমনী বার্তা আসলেও শীতের তেমন প্রভাব ছিল না। দিনে গরম ও রাতে কিছুটা শীত অনূভুত হতো। তবে রবিবার আকাশে মেঘের উষ্ণতা পরিলক্ষিত হলেও রোদের তেমন দাপট দেখা যায়নি। শীতের অনূভূতি ছিল মানুষের মাঝে।
এদিকে শীতবস্ত্র বিক্রির তেমন একটা পরিস্থিতি পঞ্চগড়ে দেখা মেলেনি। তবে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী জানান এখনো সরকারী ভাবে কোন শীতবস্ত্র পাওয়া যায়নি। তবে একটি চাহিদা দেওয়া হয়েছে।
তেতুঁলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, রাতে হাল্কা কুয়াশা পড়ছে। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরে শীতের তীব্রতা বাড়বে। এখন তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত