পঞ্চগড়ে প্রশিক্ষণে অনুপস্থিত থেকে সন্মানি ভাতা নেওয়ার অভিযোগ সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে

  স্টাফ রিপোর্টার পঞ্চগড় 

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:০৫ |  আপডেট  : ২৯ মার্চ ২০২৫, ১৩:৩৭

পঞ্চগড় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় সাব ক্লাস্টার প্রশিক্ষণে অনুপস্থিত থাকার পরও সম্মানি ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে।এতে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছে শিক্ষকরা।ভেস্তে গেছে প্রশিক্ষনের মুল উদ্দেশ্য।সুষ্ঠু তদন্ত করে শিক্ষা অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী স্থানীয় শিক্ষক সমাজের।

শিক্ষা অফিসের তথ্যনুযায়ী, পিইডিপি-৪ আওতায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের লিডারশিপ প্রশিক্ষণে উপজেলা রিসোর্স সেন্টারে গত ৬ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী, পরে পহেলা ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি এবং ১৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত সহায়ক কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় দায়িত্ব পালন করেছেন।তবে একই সময়ে সাব ক্লাস্টার প্রশিক্ষণের ভিতরগড় বিদ্যালয় কেন্দ্রে ১৫ জানুয়ারী,১৬ জানুয়ারী জগদল কেন্দ্রে,১৭ জানুয়ারী জাবুরীদুয়ার,১৮ জানুয়ারী সাতমেরা ফুলবাড়ী,১৯ জানুয়ারী সাতমেরা খালপাড়া, পহেলা ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২০ দিনের ট্রেনিংয়ে উপস্থিত না থেকেও, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রতিদিন সম্মানি ভাতা তুলেছেন এক হাজার ২০০ টাকা।এমনকি খাওয়ার ভাতা নেওয়া হয়েছে ৫৪০ টাকা।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন,প্রশিক্ষণ ছিল পেশাগত দক্ষতা উন্নয়নের।সেখানে সহকারি শিক্ষা অফিসারসহ আরেকজন প্রধান শিক্ষক প্রশিক্ষক হিসেবে থাকার কথা কিন্তু সহকারি শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন না।তিনি থাকলে হয়ত আমরা আরো কিছু শিখে কাজে লাগানো যেত।

তবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায় অভিযোগ অস্বীকার করেন। আমি প্রশিক্ষক ছিলাম না।

পঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোমিনুল হক বলেন,এরকম করার সুযোগ নাই।তারপরও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত