পঞ্চগড়ে পুলিশের হাতে মাদক কারবারি আটক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১৭:৫৬ | আপডেট : ৭ নভেম্বর ২০২৪, ২২:২৫
পঞ্চগড়ে নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্ডাডল এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বোদা থানা পুলিশ মঙ্গলবার (২৩ এপ্রিল) তাকে আটক করে।
থানা সূত্রে জানা যায়, আটক ওই মাদক কারবারির বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘী নামক এলাকায়। তার নাম মনজুরুল হক ওরফে মনজু (২৬), পিতা-মৃত মহিম উদ্দীন । গোপন সংবাদ পেয়ে ওই দিন রাত আনুমানিক নটার দিকে বোদা থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স বোদা পৌরসভা বাদাম হাটি সংলগ্ন রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামন থেকে ২০ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।
বোদা থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, আটককৃতকে যথা সময় আদা লতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত