পঞ্চগড়ে নেশাজাতীয় টাপেন্ডাল ট্যাবলেট সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১৫ মে ২০২৪, ১৯:১১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩
পঞ্চগড়ে পুলিশের হাতে তিনশত পিস টাপেন্ডাল ট্যাবলেট সহ একজন নারী মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলার তিস্তারহাট নাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দেবীগঞ্জ থানার একটি টিম।
গ্রেপ্তারকৃত পারুল রাণী দাস(৪২) দেবীগঞ্জ পৌর এলাকার মনোরঞ্জন দাসের স্ত্রী বলে জানায় পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক মো.আশরাফুজ্জামানের নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স ওই দিন বিকেল পাঁচ টার দিকে অভিযান চালিয়ে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জগামি একটি ব্যাটারিচালিত ইজিবাইক থেকে পারুল রাণী দাসকে নেশাজাতীয় তিনশত পিস টাপেনন্ডাল ট্যাবলেট গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম জানান গ্রেপ্তারকৃত ওই নারী মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।#
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত