পঞ্চগড়ে নিরাপদ খাদ্যপণ্য পরীক্ষায় ভ্রাম্যমান অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:০৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৪:২৩

পঞ্চগড়ে প্রথমবারের মত ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার নিয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২আগস্ট) দুপুরে জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরের বিভিন্ন খাদ্যপন্য বিক্রয় প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তৈরিকৃত খাদ্য পণ্য এবং খাদ্য তৈরির উপকরণের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক পরীক্ষা করে ফলাফল প্রদান করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়ের নেতৃত্বে অভিযানে জেলা স্যানেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সলেমান আলী, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর হুমায়ুন কবির, ল্যাব টেকনিশিয়ান মমিদুল ইসলাম উপস্থিত ছিলেন। নিরাপদ খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের বিভিন্ন বিভাগে একটি করে ভ্রাম্যমান পরীক্ষাগার রয়েছে।

রংপুর বিভাগের ভ্রাম্যমাণ পরীক্ষাগারের একটি গাড়িতে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় উপকরণসহ পঞ্চগড়ে এই অভিযান চালানো হয়। দুপুরের দিকে জেলা শহরের স্বপ্ন চেইন শোপ, মৌচাক হোটেল এবং আল বাইক বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় খাদ্যপন্য এবং খাদ্যপন্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পরীক্ষা-নীরিক্ষা করা হয়। এর মধ্যে বিভিন্ন হোটেলে একাধীকবার ব্যবহৃত পোড়া তেলের বিষয়ে সচেতন করা হয়। এছাড়া তৈরিকৃত গুড়ো দুধ, মধু, তেল, পাউরুটিসহ বিভিন্ন পন্যের গুনগত মান ভাল পাওয়া যায়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায় বলেন, আমরা নিরাপদ খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রথমবারের মত ভ্রাম্যমান পরীক্ষাগার নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছি। কয়েকটি প্রতিষ্ঠান থেকে গুড়ো দুধ, মধু, তেল, পাউরুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষা করি এসবে আমরা মান ভালো পেয়েছি এবং আমাদের পরীক্ষার সাথে সন্তোষজনক ছিল। তবে হোটেলে তেল বারবার পোড়ানো হচ্ছে। এ বিষয়ে আমরা সচেতন করেছি। আমাদের এই অভিযান চলবে এবং পরবর্তিতে কোন অসংগতি পেলে জরিমানা করা হবে।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত