পঞ্চগড়ে  নিবন্ধন সনদ ছাড়াই সহকারি শিক্ষক পদে নিয়োগ

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৯:০৬ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ২১:০৩

পঞ্চগড়ের বোদা উপজেলার বলরামহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগে সরকারি বিধি অনুসরণ করা হয়নি। শিক্ষক নিবন্ধন সনদ না থাকলেও  মো. কাওছার আলী নামের একজনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর নিয়োগ পাওয়ার ৪ বছরের মাথায় তিনি এ সনদ অর্জন করেছেন।  এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে।

কাওছার আলী বোদা উপজেলার বটতলী চেংমারী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। জানা যায়, মো.কাওছার আলীকে ওই প্রতিষ্ঠানে সহকারি গ্রন্থাগারিক পদে নিয়োগ দেওয়া হয় ২০১০ সালের ৩০ আগস্ট। পরবর্তীতে ১০ জুলাই ২০১১ সালে তিনি পদত্যাগ করেন। এ ঘটনার প্রায় দুই মাসের মাথায় তিনি ওই বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন। পরের বছরের ২৪ ডিসেম্বর থেকে তিনি এমপিওর সুযোগ সুবিধা গ্রহণ করছেন। অথচ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত  ১১তম পরীক্ষায় কৃতকার্য হয়ে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেন তিনি। এ পরীক্ষার ফল প্রকাশ হয় ৯ মার্চ ২০১৫ সালে।

এ বিষয়ে শিক্ষক কাওছার আলী মুঠোফোনে জানান, ২০১৫ সালের ২৭ আগস্ট তিনি সহকারি শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন।

বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায় জানান, ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তার সময়ে কোন নিয়োগ হয়নি সহকারি শিক্ষক পদে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ বর্মন জানান, আমি সম্প্রতি প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি। যতটা জানি, কাওছার আলী সহকারি শিক্ষক হিসেবে ২০১১ সালে নিয়োগ পেয়েছেন।


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত