পঞ্চগড়ে দুধ দিয়ে গোসল করলেন চা চাষী

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৮:০৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ২২:৪২

পঞ্চগড়ের একজন আদর্শ চা চাষী চা চাষ করে লোকসান গুনে এবার চা বাগান কেটে ফেললেন।এরপর তিনি দুধ দিয়ে গোসল করে নেন।কাঁচা চা পাতার দাম না পাওয়ায় বাগানটি কেটে ফেললেন তিনি।চা এ ফিরবে সুদিন এমনটা আশা ছিল তার। কিন্তু দিনের পর দিন আশ্বাস আর ভরসা জায়গাটুকু নষ্ট হয়ে যাওয়ায় তিনিতার সাত বিঘা জমির চা বাগান উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করেছেন।  পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজের তৈরি ১৩ বছরের বাগানের গাছগুলো উপড়ে ফেলে দুধ দিয়ে গোসল করেন।  

তার এমন ঘটনা প্রত্যক্ষ করেন স্থানীয় জনগন ও চা শ্রমিক ।চা বাগান করাকে পাপ অবহিত করে তিনি তা উপড়ে ফেলে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে পাপ মোচন করেছেন বলে দাবি তার।

চা চাষী শাহজালাল জানান, ২০১০ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার তেপুকুরিয়া এলাকায় নিজেরসাত বিঘা জমিতে চা বাগান করেন তিনি। শুরুতে লাভ হলেও এরপর চলে পালাক্রমে লোকসান। এ পর্যন্ত  তার প্রায় ২০ লাখ টাকার লোকসান হয়েছে বলে জানান শাহজালাল।

তার মতে চা কারখানা মালিকরা নিজেরা সিন্ডিকেট করে চা চাষিদের জিম্মি করে রেখেছে। দিন দিন তাদের ব্যবসা ও পরিধি বাড়লেও চাষিরা গুণছেন লোকসান। প্রতি কেজি চা পাতা উৎপাদন করতে গিয়ে আমাদের খরচ হয় প্রায় ১৮ টাকা। কিন্তু সেই চা পাতা বিক্রি করে আমরা পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ টাকা। তার মধ্য থেকেও আবার ওজন থেকে ২০ থেকে কখনো ৫০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হয় দাম। এভাবে আমরা আর টিকতে পারছি না। প্রশাসন ও চা বোর্ড কোন কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাই চা কারখানা মালিকদের দৌরাত্ম থেকে মুক্ত হতেই চা বাগান উপড়ে ফেলার সিদ্ধান্তটি নেই। এই বাগান করায় পাপ করেছি মনে হচ্ছে তাই দুধ দিয়ে গোসল করলাম। এটি আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত