পঞ্চগড়ে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৬ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:০২
পঞ্চগড়ে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব এবং আবৃত্তি উপস্থাপনা ও সংবাদ পাঠ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় সাহিত্য সংগঠন 'শুদ্ধস্বর' এর উদ্যোগে উৎসবের শেষ হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে সরকারি অডিটরিয়ামে প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান উৎসবের উদ্বোধন করেন। এ সময় শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, অনির্বাণ বিদ্যানিকেতনের অধ্যক্ষ মামুনুর রশিদ, শুদ্ধস্বর এর কর্ণধার ও বাংলাদেশ বেতারের আবৃত্তি শিল্পী দেলোয়ার হোসেন, পরিচালক তানজিনা আক্তারসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল।
দুইদিন বিভিন্ন স্কুল কলেজের তিন শতাধিক শিক্ষার্থীকে কবিতা আবৃত্তি, সংবাদ উপস্থাপনাসহ প্রমিত উচ্চারন, মুখের জড়তা দূরীকরন, স্বর প্রক্ষেপন, কন্ঠ সাধন, কবিতার ছন্দ ভাব উপস্থাপনা শৈলি বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
প্রশিক্ষক হিসেবে বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র সংবাদ পাঠক দেওয়ান সাইদুল হাসান, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব মাসকুর এ সাত্তার কল্লোল, সিনিয়র সংবাদ পাঠক রেহেনা পারভিন, শামিম খান, শেলিনা আক্তার শেলীসহ দেশ বরেন্য আবৃত্তিকার ও প্রশিক্ষকবৃন্দ।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত