পঞ্চগড়ে ঢাবি’র অর্থনীতি বিভাগ ৮৫ ব্যাচের উদ্যোগে তিন শত মানুষ পেলেন কম্বল
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ৮৫ ব্যাচের উদ্যোগে পঞ্চগড়ে দুস্থ , অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্ররবার (২৬ জানুয়ারি) বিকেলে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দীন ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, ডিসি অফিসের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ ফরহাদ আহমেদ ও সাতমেরা ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি সহ ইউপি সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন।
জানা যায়, পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় ঢাবির অর্থনীতি বিভাগের ৮৫ ব্যাচের প্রেসিডেন্ট এন এন এম ওয়াহিদুজ্জামান ও সদস্য মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে ওই ইউনিয়নের ৩০০ শত শীর্তাত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি বলেন, আমার প্রতিটি ওয়ার্ডের মানুষ এই কম্বল পেয়েছেন। আশারাখি বিত্তবানরা ও যদি এভাবে এগিয়ে আসে তাহলে পঞ্চগড়ের অনেক অসহায় গরীব মানুষ শীতে উপকৃত হবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত