পঞ্চগড়ে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ

  মোঃ কামরুল ইসলাম কামু

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ১৭:০৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩

পঞ্চগড় শহরতলীর উপকণ্ঠে জোরপুর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। বিরোধীয় জমির পরিমান ৫০ শতক বলে জানা গেছে। অভিযোগকারী আমিনুল হক মাস্টার জানান,পুর্ব জালাশীতে আমার পিতা ভোগদখলীকার থাকা অবস্থায় তাহার সকল জমাজমি আমাদের ৫ ভাই, দুই বোন, ১ মায়ের নামে রেকর্ড হয়। ৫ আগস্ট বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পুর্ব জালাশী এলাকায় এঘটনাটি ঘটে।

পরবর্তীতে আমাদের পিতা মারা গেলে আমরা ওয়ারিশগণ মৌখিক ভাবে ভাগবাটোয়ার করে ৪০ বছর যাবত ভোগদখলীকার অবস্থায় উপরোক্ত বিবাদীগণ লোভের বশভুত হয়ে আমার ভোগদখলীকৃত পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমাজমি জবরদখল করার ষড়যন্ত্র করতে থাকে। আমি বিবাদিগণকে ইতিপুর্বে জমি দখলের কারণ জানতে চাইলে বিবাদীগণ একটি পুরনো ৩৩ শতকের দলিল বাহির করিয়া বলে যে, ৩৩ শত জমি আমার পিতা তাহার নামে লেখিয়া দেন। যাহার প্রেক্ষিতে বিবাদীগণ আদালতে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে, বিবাদীগণের দায়ের কৃত মামলায় যদি বিবাদীগণ আদেশপ্রাপ্ত হন তাহা হইলে বিবাদীগণ তাহাদের দাবীকৃত ৩৩ শত জমি আমাদের ওয়ারিশান ৫ ভাই,২ বোন, ১ মায়ের অংশ হইতে পাইবেন। সেই সুত্রে বিবাদীগণ আমার নিকট থেকে ৬ শত জমি পাইবেন। আদালতে মামলাটি চলমান থাকা অবস্থায় পুর্ব জালাশী এলাকার বিভিন্ন সংগঠনের নামধারী সামসুল হকের ছেলে ফারুক ও ফরহাদসহ তার লাঠিয়াল বাহিনী আমার ভোগদখলীয় ৫০ শত জমি জবর দখল করার পায়তারা করতে থাকে। আমার ৫০ শত জমিতে পুকুর, ধান,বিভিন্ন জাতে গাছ লাগানো আছে ও পুকুরে মাছ ছাড়া হয়েছে।এমতাবস্থায় দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগে অভিযোগকারী ফারুক, ফরহাদ, সামসুল তার লাঠিয়াল বাহিনী দিয়ে ফিলিমি কায়দায় গত ৫ আগস্ট বিকেলে আমার ৫০ শত ভোগদখলীয় জমিতে ঘেরা থাকা লোহার তারকাটা বেড়া কাটিয়া প্রবেশ করে তারকাটার বেড়া কেটে নিয়ে ফারুক,ফরহাদ তাদের বাড়িতে নিয়ে যায় এবং জমি দখল করে। আমি ও আমার পরিবারের লোকজন বাধা দিলে তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।ফারুক ও ফরহাদের ভাড়া করা লাঠিয়াল বাহিনী দিয়ে আমার জমি দখল করে অবৈধভাবে ওই জমিতে টিনের ঘেরা দিয়ে জমি তারা পাহারা দিচ্ছে। ফারুক ও ফরহাদের লাঠিয়াল বাহিনীর হুংকারে আমি পরিবার- পরিজন নিয়ে অসহায় দিনযাপন করছি। আমার জমি উদ্ধার ও তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি পাবার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও থানায় অভিযোগ দায়ের করেছি। এ দিকে বিবাদী ফারুক ও তার বাবা সামসুল হকের সাথে কথা বললে তারা জানান, ১৭ বছর থেকে আমাদের ৩৩ শত জমি মাস্টার আমিনুল হক জবরদখল করে রাখে। আমরা আমাদের জমি চাইলে তারা আমাদের পুলিশ ও আওয়ামীলীগের নেতাদের দিয়ে হুমকি আসছিল। আমরা তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছিলাম না। আমাদের ৩৩ শত জমি দখলে নিয়েছি। এখানে কারো সাথে কোন মারামারির ঘটনা ঘটে নাই।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত